জলাভূমি সংরক্ষণ করি
সুস্থ সুন্দর জীবন গড়ি
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন ভবন আগারগাঁওয়ের হৈমন্তি মিলনায়তনে ২ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, জনাব মোঃ আখতারুজ্জামান, মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, জনাব ড. আবদুল হামিদ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ড ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, জনাব ইনাম আল হক, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বার্ড ক্লাব, ড. এম মোখলেছুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ(সিএনআরএস)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব জাহিদুল কবির, উপপ্রধান বন সংরক্ষক, বন ব্যবস্থাপনা উইং, বন অধিদপ্তর, বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন করেন জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন অধিদপ্তর এবং জনাব এবিএম সারোয়ার আলম, প্রোগ্রাম ম্যানেজার, আইইউসিএন বাংলাদেশ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. ফারহিনা আহমেদ বলেন জলাভূমি সংরক্ষণে আমরা পিছিয়ে আছি। কাজেই জীব বৈচিত্র্য সুরক্ষায় জলাভূমির গুরত্ব অনুধাবনপূর্বক জন সাধারনকে সম্পৃক্ত করে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি মহোদয় বলেন, “শুধু দিবস উদযাপনে সীমাবদ্ধ না থেকে সমাস্যা উদঘাটন করে সমাধান করতে হবে এবং প্রয়োজনে অন্য কোন দিনও এটি নিয়ে আলোচনা হতে পারে। জলাভূমি যেহেতু প্রাকৃতিক সম্পদের আধার কাজেই শুধু বন বিভাগ নয় অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরকেও একসাথে মিলে কাজ করতে হবে এবং জলাভূমির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে জলাভুমির ম্যাপিং এবং প্রকৃতিক সম্পদ হিসেবে জলাভূমির মূল্য নির্ধারনের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি জনাব আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর বলেন, জলাভূমির সাথে যেহেতু জীববৈচিত্র্যের সম্পর্ক বিরাজমান কাজেই ইহা সংরক্ষণ ও উন্নয়নে এখনি পদক্ষেপ নিতে হবে এবং সারাদেশে কি পরিমান জলাভূমি আছে তা নির্ধারণপূর্বক সম্মিলিত ভাবে কাজ করতে হবে।