Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০১৫

ডিপ্লোমা ইন ফরেস্ট্রী

 

 

ফরেস্ট্রী  সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট, চট্টগ্রাম

 

 

প্রতিষ্ঠানের উদ্দেশ্য

 

  • দেশের যে কোন শিক্ষা বোর্ডের অধিনে এস এস সি/দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ছাত্রদের এই কোর্সে ভর্তি করা এবং বনবিদ্যায় কারিগরি শিক্ষা প্রদান
  • বন ও পরিবেশ রক্ষায় দক্ষ জনবল তৈরী করা।

 

২০০৯ সালে চট্টগ্রামের ফরেস্ট্রী  সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট এর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রী কোর্সটিকে ৪ বছরে উন্নিত করা হয়। চলতি বছরে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রী কোর্সে ছাত্র ভর্তি করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা এই কোর্সটির পরীক্ষা পদ্ধতি ও কারিকুলাম নিয়ন্ত্রণ করে থাকে। এ যাবত ইন্সটিটিউট থেকে ১৬ টি ব্যাচ পাশ করে বের হয়েছে যার একটি তালিকা নিম্নে দেয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ২১৫ জন বন অধিদপ্তরে নিয়োগ পেয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

 

 

ব্যাচ নং

সন

ছাত্র সংখ্যা

১৯৯৪-৯৫

২৬

১৯৯৫-৯৬

৩০

১৯৯৬-৯৭

১৯

১৯৯৭-৯৮

৩৩

১৯৯৮-৯৯

৩৮

১৯৯৯-২০০০

৩৩

২০০০-০১

৪০

২০০১-০২

৪৭

২০০২-০৩

২৮

১০

২০০৩-০৪

৪৪

১১

২০০৪-০৫

৩৮

১২

২০০৫-০৬

৩২

১৩

২০০৬-০৭

৩৩

১৪

২০০৭-০৮

২৩

১৫

২০০৮-০৯

৪২

১৬

২০০৯-১০

২১

 

মোট

৫৩৭

 

 

বর্তমানে ছাত্র সংখ্যা

 

ব্যাচ নং

সন

সেমিষ্টার

ছাত্র সংখ্যা

১৭

২০১১-১২

৬ষ্ট

২১

১৮

২০১২-১৩

৪র্থ

২২

১৯

২০১৩-১৪

২য়

৪২

 

 

মোট

৮৫

 

 

 

 

ফরেস্ট্রী  সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট, রাজশাহী

 

 

প্রতিষ্ঠানের উদ্দেশ্য

 

  • পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বন কর্মীদের
  • দক্ষতা বৃদ্ধি/মান উন্নয়ন সাধন করা
  • দুই বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফরেস্ট্রী (ইন-সার্ভিস) কোর্সের মাধ্যমে বন অধিদপ্তরের ফরেস্টারদের বনজ সম্পদের টেকসই উন্নয়ন, রক্ষণ ও পরিচর্যা নিশ্চিতকরণের প্রশিক্ষণ দেওয়া
  • পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, উদ্ভিদ ও বন্যপ্রাণী সম্পর্কে ধারনা দেওয়া
  • উন্নত চারা উৎপাদনের লক্ষে স্থানীয় জনসাধারণ ও বিশেষ সম্প্রদায়কে গবেষণামূলক কর্মকান্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে সম্পৃক্ত করা
  • সামাজিক বনায়ন ও বন সম্প্রসারণ বিষয়ে বন বিভাগের মালি, বন প্রহরী, ফরেস্টার এবং বিভিন্ন এনজিও কর্মীকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণে সম্পৃক্তকরণ
  • বনভূমি সংরক্ষণে ভূমি ও বন জরিপ বিষয়ক কলাকৌশল দক্ষতা অর্জন নিশ্চিত করা
  • দেশে বন ভূমির পরিমান শতকরা ২৫ ভাগ উন্নীত করার জন্য সরকারী ও বেসরকারী উদ্যোক্তাদের জন্য চারা তৈরী, নার্সারী উন্নয়ন, রোপণ, পরিচর্যা, রক্ষণাবেক্ষন ও রোগদমন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষনের মাধ্যমে ধারণা প্রদান।

 

প্রশিক্ষণ কোর্সঃ

 

  • প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ, ঢাকা কর্তৃক নির্বাচিত চাকুরীজীবী ফরেস্টারদের ২(দুই) বছর মেয়াদী ডিপ্লমা ইন ফরেস্ট্রী (ইন-সার্ভিস) কোর্স এখানে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা এই কোর্সটির পরীক্ষা পদ্ধতি ও কারিকুলাম নিয়ন্ত্রণ করে থাকে। এটি সেমিস্টার ভিত্তিক কোর্স এবং ৬ মাসে একটি সেমিস্টার শেষ হয়।
  • এই কোর্সটি চারটি সেমিস্টারে বিভক্ত হয়। চারটি সেমিস্টারে সর্বমোট ৫৬০০ নম্বরের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় উক্তীর্ণ হতে হয়। এর মধ্যে প্রত্যেহ সকাল ও বিকেলে শরীর চর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক। দুর্গম ও গহীন বনাঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের জন্য শারীরিক সক্ষমতা অর্জনই এর প্রধান উদ্দেশ্য।
  • প্রশিক্ষণার্থী ফরেস্টারদের প্রথম সেমিস্টারে ৭০ (সত্তর) দিন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে রাইফেল ট্রেনিং, প্রাথমিক চিকিৎসা ও ম্যারাথন দৌড় বিষয়ে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ গ্রহন করতে হয়। এতে প্রশিক্ষণার্থীরা  বন আইন, দন্ডবিধি, ফৌজদারী কার্যবিধি, মাইনর এ্যাক্টস (অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শুল্ক আইন, বন্যপ্রাণী সংরক্ষন, অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট), প্রভৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

 

 

বিগত ১০ (দশ) বছরে অত্র ইন্সটিটিউটে দুই বছরের ডিপ্লোমা ইন ফরেস্ট্রী (ইন-সার্ভিস) গ্রহনকারী ফরেস্টার ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ গ্রহণকারী মালীর সংখ্যা নিম্নরূপ

 

শিক্ষাবর্ষ

কোর্সের নাম

মেয়াদ

সংখ্যা ও পদবী

২০০২-২০০৩

রিফ্রেশার কোর্স

১০ দিন

১৯২ জন

২০০৪-২০০৫

ডিপ্লোমা ইন ফরেস্ট্রী  (ইন-সার্ভিস)

২ বছর

২৭ জন (ফরেস্টার)

২০০৫-২০০৬

২ বছর

২০ জন (ফরেস্টার)

২০০৬-২০০৭

২ বছর

২৭ জন (ফরেস্টার)

২০০৭-২০০৮

২ বছর

২৫ জন (ফরেস্টার)

২০০৮-২০০৯

২ বছর

২৯ জন (ফরেস্টার)

২০০৯-২০১০

২ বছর

২২ জন (ফরেস্টার)

২০১০-২০১১

২ বছর

৩০ জন (ফরেস্টার)

২০১১-২০১২

২ বছর

২৯ জন (ফরেস্টার)

২০১২-২০১৩

২ বছর

৩০ জন (ফরেস্টার)

২০১২-২০১৩

Forest measurement & Survey

৭ বছর

১০০ জন (ফরেস্টার)

২০১৩-২০১৪

ডিপ্লোমা ইন ফরেস্ট্রী  (ইন-সার্ভিস)

২ বছর

৩০ জন (ফরেস্টার) (চলমান)

সর্বমোট

৫৬১ জন

 

 

 

 

 

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon