UN-REDD বাংলাদেশ জাতীয় কর্মসূচির সার্বিক উদ্দেশ্যঃ
UN-REDD বাংলাদেশ জাতীয় কর্মসূচির সার্বিক উদ্দেশ্য হলো প্রয়োজনীয় REDD+ ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রতিষ্ঠা, জাতীয় REDD+ কৌশল প্রণয়নের জন্য এর কৌশলগত সম্ভাবনা সমূহ শনাক্ত করা এবং REDD+ এর বাস্তবায়ন শুরু করার জন্য প্রয়োজনীয় সক্ষমতার উন্নয়ন করার মাধ্যমে REDD+ Readiness Roadmap বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা।
প্রকল্পের মেয়াদকালঃ
তিন বছর মেয়াদী প্রকল্পটির সময়কাল ২০১৫ সালের মে মাস থেকে ২০১৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। প্রকল্পটি ২০১৬ সালের জুন মাসে অনুমোদিত হয় এবং কার্যক্রম শুরু করে।
প্রকল্পের লক্ষ্যঃ
প্রকল্পের মেয়াদকালে প্রকল্পটি নিচের ৪ টি অর্জন এবং ফলাফল সমূহ বাস্তবায়নের জন্য কাজ করবেঃ
ফলাফল-১ঃ অংশীজনদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি
অর্জন -১.১ঃ জনসচেতনতা বৃদ্ধি
অর্জন -১.২ঃ পরামর্শ ও অংশগ্রহণ পরিকল্পনা প্রণয়ন
ফলাফল -২ঃ REDD++ কৌশল প্রণয়নে সহায়তা
অর্জন -২.১ঃ REDD+ এর আইনগত নীতি কাঠামো চিহ্নিত করণ
অর্জন-২.২ঃ বন উজাড় ও বন অবক্ষয়ের প্রধান কারণসমূহ চিহ্নিত করণ
অর্জন -২.৩ঃ বন উজাড় ও বন অবক্ষয়ের প্রধান কারণসমূহ সর্ম্পকে বিশদ তথ্য আরোহণ
অর্জন -২.৪ঃ বন উজাড় ও বন অবক্ষয় রোধে মূল কারণগুলো মোকাবেলায় REDD+ কৌশল নির্ধারণ
অর্জন -২.৫ঃREDD+ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু
অর্জন -২.৬ঃ REDD+ অর্থায়নে জাতীয় পর্যায়ে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করণ
অর্জন -২.৭ঃ স্থানীয় পর্যায়ে REDD+ প্রণোদনা প্রদানের জন্য স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করণ
ফলাফল -৩ঃ জাতীয় পর্যায়ে বন থেকে কার্বন নিঃসরণের মাপকাঠি (RELs/RLs) নির্ধারণে সহায়তা
অর্জন -৩.১ঃ বন থেকে কার্বন নিঃসরণের মাপকাঠি নির্ধারণের সক্ষমতা বৃদ্ধি
অর্জন -৩.২ঃ কার্বন নিঃসরণের মাপকাঠি (RELs/RLs) নির্ধারণে জাতীয় পরিস্থিতি ও পূর্ববর্তি তথ্য বিবেচনায় করা
অর্জন -৩.২ঃ(RELs/RLs) পরীক্ষা করণ
ফলাফল -৪ঃ জাতীয় বন পরীবিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠায় সহায়তা করা
অর্জন -৪.১ঃ বন খাতে গ্রীন হাউজ গ্যাসের জরিপ বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি
অর্জন -৪.২ঃ বনের সমন্বিত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন
ফলাফল -১ ও ২ অর্জনের জন্য (UNDP) এবং ফলাফল -৩ ও ৪ অর্জনের জন্য (FAO) কাজ করছে। USAID, GIZ, World Bank এবং UNDP এর চলমান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় কর্মসূচি উপকৃত হবে। এটা আশা করা হয়েছে যে ফলাফল সমূহের অর্জনের মাধ্যমে REDD এর দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। এ প্রকল্পে বরাদ্দকৃত বাজেট-২,৩০০,৫০০ মার্কিন ডলার যার মধ্যে UNDP এর জন্য ইউএস-ডলার ১,২৩০,৫০০ এবং FAO এর জন্য ১,০৭০,০০০ ইউএস-ডলার বরাদ্দ করা হয়েছে।
প্রকল্প ব্যবস্থাপনা কাঠামোঃ
জাতীয় বাস্তবায়নকারী সহযোগী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন বিভাগ UN-REDD বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রধান বাস্তবায়নকারী সহযোগী। একজন জাতীয় প্রকল্প পরিচালক (NPD)কর্মসূচি ব্যবস্থাপনা ইউনিটের (PMU) সহায়তায় প্রকল্পে নেতৃত্ব প্রদান করবেন।
প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট (PMU)ঃ UN-REDD বাংলাদেশ জাতীয় কর্মসূচির দৈনন্দিন ব্যবস্থাপনা জাতীয় প্রকল্প পরিচালক (NPD) এর নেতৃত্বে কর্মসূচি ব্যবস্থাপনা ইউনিটের (PMU)মাধ্যমে পরিচালিত হয়। REDD Cell নিয়মিত PMU -এর কাছে প্রতিবেদন প্রদান করে। PMU বার্ষিক কর্ম পরিকল্পনা (AWP) প্রণয়ন ও বাস্তবায়ন করে।
প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন কমিটি (PIC)ঃ প্রকল্প মেয়াদকালে কার্যক্রম সমূহ সফল ও কার্যকর বাস্তবায়নের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের জন্য গঠীত হয় প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন কমিটি (PIC)। প্রধান বন সংরক্ষকের সভাপতিত্বে এই কমিটি কার্যক্রম পরিচালনা করে। সরকারি অফিস নথি-(লিঙ্ক)
প্রোগ্রাম এক্সিকিউটিভ বোর্ড (PEB) ঃ এই বোর্ডের মূল দায়িত্ব হলো বার্ষিক ও ত্রৈমাসিক পরিকল্পনা, বাজেট, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদনের অনুমোদন প্রদান এবং অভীষ্ট ফলাফলের প্রতিবেদন প্রাপ্তি নিশ্চিত করা। সরকারি অফিস নথি-(লিঙ্ক)
প্রোগ্রাম স্টিয়ারিং কমিটি (PSC)ঃ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধিনে বন বিভাগ কর্তৃক বাস্তবায়িত UN-REDD বাংলাদেশ জাতীয় কর্মসূচির কার্যক্রমে সার্বিকভাবে দিক নির্দেশনা ও কারিগরি সহায়তা প্রদানের জন্য এই কমিটি কাজ করছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এই কমিটি কার্যক্রম পরিচালনা করে। সরকারি অফিস নথি-(লিঙ্ক)
জাতীয় REDD+ স্টিয়ারিং কমিটিঃ সাশ্রয়ী ও সুসঙ্গত উপায়ে REDD+ অর্জনের জন্য জাতীয় REDD+ স্টিয়ারিং কমিটির একটি ম্যান্ডেট হল UN-REDD কর্মসূচিসহ অন্যান্য উন্নয়ন সহযোগী এবং জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক সহায়তাপ্রাপ্ত সকল REDD+ এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোগসমূহের মধ্যে ক্রস সেক্টরাল ও আন্ত:প্রতিষ্ঠানিক সমন্বয় ও সার্বিক নির্দেশনা প্রদান করা। সরকারি অফিস নথি-(লিঙ্ক)
রেড+ সংক্রান্ত প্রতিবেদন ও প্রকাশনা
Events & Highlights: