Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০২৫

বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই

বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই

 

পরিচিতিঃ

সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ও সহযোগিতায় ১৯৭৬-১৯৮১ মেয়াদে বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রটি রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে প্রতিষ্ঠা করা হয়। সিডার সাহায্যপুষ্ট প্রকল্প ১৯৮১ সালে শেষ হলে ইউএনডিপির অর্থায়নে ১৯৮২-১৯৮৬ সময়ে অত্র প্রতিষ্ঠানের সম্প্রসারিত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়। ১৯৮৭ সাল হতে অত্র কেন্দ্রের সব কার্যক্রম বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট হতে পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠানে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে।

 

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

বনায়ন, বন সম্প্রসারণ ও বন ব্যবহারিক ক্ষেত্রে যথোচিত এবং উন্নত কলাকৌশল উদ্ভাবন এবং এ বিষয়ে বন বিভাগ, বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি), বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি), উপজাতীয় জনগোষ্ঠী, বেসরকারী উন্নয়ন সংস্থা, কাঠ ব্যবসায়ী ও তাদের কর্মীদের প্রশিক্ষিত করে তোলার মাধ্যমে দেশে উন্নত মানের বনায়ন ও পরিচর্যা, কাষ্ঠ আহরণ, অপচয় রোধ ও ব্যবহারিক সাশ্রয়, পাহাড়ী ঢালু ভূমিতে চাষাবাদের ক্ষেত্রে টেকসই প্রযুক্তি প্রবর্তন করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ কেন্দ্রটি স্থাপিত হয়।

 

2025-01-05-18-07-d985030db7990a8e6368b0e232f9504d.pdf