বন বিভাগ প্রতিষ্ঠা ও বন ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয় ১৮৬২ সালে। স্যার ডায়েট্রিচ ব্রান্ডিস নামক একজন জার্মান ফরেস্টারকে ১৮৬২ সালে প্রথম ইন্সপেক্টর জেনারেল অব ফরেস্টস নিয়োগ করা হয়।
১৮৬৫ সালে বন আইন প্রণীত হয়।
মাইনি হেড ওয়াটার সংরক্ষিত বন গঠিত হয় ১৮৭৫ সালে।
প্রথম ১৮৭১ সালে বনায়ন কার্যক্রম শুরু হয়।
বৈজ্ঞানিকভাবে বন ব্যবস্থাপনার জন্য সর্বপ্রথম সুন্দরবনের ওয়ার্কিং প্লান তৈরি হয় ১৮৯২ সালে।
বন নীতি প্রণীত হয় ১৮৯৪ সালে।
জুমিয়াদের অংশগ্রহণে টংগিয়া পদ্ধতিতে বনায়ন শুরু হয় ১৯১২ সালে। যা বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণে বন ব্যবস্থাপনার প্রথম কার্যকরী উদ্যোগ।
সর্বপ্রথম ফরেস্ট ইনভেন্টরি করা হয় পার্বত্য চট্টগ্রামে ১৯৬১ সালে।
১৯৬৩ সালে সর্বপ্রথম বন সম্প্রসারণ শুরু হয়।
১৯৬৬ সালে উপকূলীয় বনায়ন শুরু হয়।
চট্টগ্রামের বেতাগী ও পোমরাতে ১৯৭৯ সালে সর্বপ্রথম সামাজিক বনায়ন শুরু হয়।
বন্যপ্রাণি অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে সুন্দরবনে।
১৯৯৪ সালে বৃক্ষমেলা শুরু হয়।
সহ-ব্যবস্থাপনা পদ্ধতিতে ২০০৪ সালে বন ব্যবস্থাপনা শুরু হয়।