বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়ন, বন সম্প্রসারণ।
সরকারী বনভূমি, পতিত ভূমি, প্রান্তিক ভূমি, অব্যবহৃত কৃষি ভূমি ও উপকূলীয় এলাকায় সমুদ্র হতে নতুন জেগে ওঠা ভূমিতে বনায়ন কার্যক্রমের মাধ্যমে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী সৃজন।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণের মাধ্যমে সেখানকার জীবন ও সম্পদের সুরক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
বনের অবক্ষয় রোধের মাধ্যমে বনে কার্বন মজুদ বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়ন রোধে অবদান রাখা এবং বন পুনঃপ্রতিষ্ঠা (Forest Restoration)।
বনজ সম্পদ উৎপাদন এবং বনজসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতকরণ।
বিরল, বিলুপ্তপ্রায় ও বিপদাপন্ন বৃক্ষ প্রজাতি সংরক্ষণ এবৎ বন পুন:প্রতিষ্ঠা কার্যক্রমে এ সকল প্রজাতির বৃক্ষ রোপণে গুরুত্ব প্রদান।
বনের প্রাকৃতিক পুনরুৎপাদনে সহায়তা (Assisted Natural Regeneration) এবং জলবিভাজিকা (Watershed) ব্যবস্থাপনা।
রক্ষিত এলাকা সম্প্রসারণ ও সহ-ব্যবস্থাপনা (Co-management) কার্যক্রম বাস্তবায়ন এবং প্রকৃতি পর্যটন (Ecotourism) উন্নয়ন ও সম্প্রসারণ।
সরকারী ও বেসরকারী পর্যায়ে বনায়নে উৎসাহ ও সহায়তা প্রদান। বনায়ন বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান।
বন জরিপ, বন হতে কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণ, বন পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং বনের সীমানা নির্ধারণ।
বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কিত আইন, বিধিমালা ও নীতিমালা বাস্তবায়ন।
বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ, মরুকরণ রোধ, বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য সরকার কর্তৃক অনুস্বাক্ষরিত কনভেনশন, চুক্তি এবং প্রটোকল সমূহের প্রতিশ্রুতি পালনে সহায়তা প্রদান।