আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বন ভবন, আগারগাঁওস্থ হৈমন্তী সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী; জনাব মোঃ শাহাব উদ্দিন, এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম হাবিবুন নাহার, এমপি, মাননীয় উপমন্ত্রী, ড. ফারহিনা আহমেদ, সচিব এবং জনাব ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জনাব রাকিবুল আমিন, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, আই,ইউ,সি,এন বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসের ২০২২ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-“শুশুক ডলফিন রক্ষা করি, জলজ প্রতিবেশ ভালো রাখি”