Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২৩

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৩


প্রকাশন তারিখ : 2023-05-22

 

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৩ উপলক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক ছাত্রছাত্রী ও জনগণের অংশগ্রহণে শোভাযাত্রাটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হতে শুরু হয়ে টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সম্মানিত সচিব ডঃ ফারহিনা আহমেদ সহ পরিবেশ ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে নেতৃত্ব দেন।
 
রেলি শেষে বন অধিদপ্তরের হৈমন্তী মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‌ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি; জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. ফারহিনা আহমেদ, ও অতিরিক্ত সচিব জনাব ইকবাল আব্দুল্লাহ হারুন; পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. আবদুল হামিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন IUCN বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. রাকিবুল আমিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। এতে মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ছালেহ আহাম্মদ খান এবং উপপ্রধান বন সংরক্ষক জনাব মোঃ জাহিদুল কবির। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।