প্রতিবছর ২৯ শে জুলাই বিশ্বজুড়ে “বিশ্ব বাঘ দিবস” উদযাপন করা হয়। বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকে উৎসাহিত করতে রাশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে, অর্থাৎ সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটের মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন হতে ২০১০ সাল থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে । সম্মেলনে ১৩টি বাঘের টেরিটোরি দেশের সংগঠন ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য ঘোষণাপত্র জারি করেন । টাইগার রেঞ্জ এর গর্বিত সদস্য হিসেবে বাংলাদেশ বন অধিদপ্তর বাঘ সংরক্ষণের জন্য প্রতিবছর দিনটি উদযাপন করছে ।
বাংলাদেশ বন অধিদপ্তর অন্যান্য বছরের ন্যায় এ বছরও দিবসটি উদযাপনের লক্ষ্যে বন ভবন, আগারগাঁওস্থ হৈমন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাব উদ্দিন, এমপি, মাননীয় মন্ত্রী,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর নাহার এম.পি. মাননীয় উপমন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ।
ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জনাব ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আইইউসিএন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জনাব রাকিবুল আমীন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকীদ মজুমদার বাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনাব মোঃ আমির হোসেন চৌধুরী, প্রধান বন সংরক্ষক অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন।