Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০১৮

জলাভূমির বন

 

 


অবস্থান: সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওড় ও বিল জুড়ে এ বন বিস্তৃত। রাতারগুল দেশের একটি দৃষ্টিনন্দন জলাভূমির বন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বন অবস্থিত।


পরিমাণ:  রাতারগুলের আয়তন ২০৪.২৫ হেঃ। 


উদ্ভিদ প্রজাতি: এ বনের প্রধান বৃক্ষ প্রজাতিসমুহ হলো- হিজল, করচ, পিটালী, বরুন ইত্যাদি। বছরের প্রায় অর্ধেক সময় এ বনের গাছ পানিতে আংশিক ডুবে থাকে।


বন্যপ্রাণী: বানর, মেছোবাঘ, ভোদড়, কাঠবিড়ালী, সাপ, পাখি ইত্যাদি।


মাছ: হাওর এলাকায় বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ বনাঞ্চল মাছের আবাসস্থলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।