সংরক্ষিত প্রাকৃতিক বন। পাহাড়ী এ বনে আছে গর্জন, জাম, জারুল, কদম, গামার, গোদা, গুটগুটিয়া ইত্যদি প্রজাতি বিশালাকৃতির গাছ। এসব গাছের শাখায় দেখা যায় প্রচুর পাখি। সকাল সন্ধ্যায় পাখিদের কলকাকলী মনকে করে বিমোহিত। বিকেলের সোনারোদে দেখা মিলবে উজ্জ্বল সবুজ রঙের টিয়া পাখির ঝাঁক। এছাড়া বন্য প্রাণির মধ্যে হাতি, বানর, হনুমান, সজারু ইত্যাদি রয়েছে। তবে বুনো হাতি থেকে সাবধান থাকতে হবে।
এখানে রাত্রি যাপনের কোন সুযোগ নেই। তবে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ অফিস সংলগ্ন একটি ছোট বন বিশ্রামাগার রয়েছে। বন বিভাগের অনুমতিক্রমে এখানে থাকা যেতে পারে। এছাড়া পদুয়ার বাজার বাস স্ট্যান্ডে কিছু সাধারণ মানের আবাসিক হোটেল আছে। কক্সবাজার কিংবা চট্টগ্রামে থেকেও দিনের বেলা এসে ঘুরে যাওয়া যায়। নিরাপত্তা জনিত কারণে এখানে সন্ধ্যার পর অবস্থান না করা ভাল।
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার বাসস্ট্যান্ড কিংবা আমিরাবাদ বাসস্ট্যান্ড হতে মাত্র ১৫ কি.মি উত্তরে অবস্থিত এ বনে আসতে হলে চট্টগ্রাম হতে গাড়িতে সরাসরি চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে অবস্থিত পদুয়া বাজার ফরেস্ট চেক স্টেশন সংলগ্ন পদুয়া উপজেলা অভিমূখী রাস্তায় টংকাবতি বিটে যাওয়া যায়।