Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৫

কাদিগড় জাতীয় উদ্যান

 

ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থঃ ভালুকা রেঞ্জের একটি বিট কাদিগড় বিট। এখানে রয়েছে মনমোহিনী গজারী বাগান ও সেগুন বাগান। বাগানে হনুমান ও বানর আছে। এটি একটি খুব সুন্দর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বনের অপূর্ব সমন্বয়। বহুপূর্বে সৃজিত মিনজিরি, অর্জুন ও সেগুনের বাগান এখন প্রাকৃতিক বনের রূপ ধারণ করেছে। প্রকৃতির একান্ত সান্নিধ্যে এসে এই সবুজের সমারোহ আর মন ভুলানো পাখির কলকাকলী প্রকৃতিপ্রেমী মানুষকে করবে বিমোহিত। শুষ্ক মৌসুমে এখানে অনেক লোক বনভোজনে আসে আর নিজেকে সমর্পণ করে প্রকৃতির সম্মোহনী শক্তির কাছে। এ এলাকার ভৌগলিক অবস্থানঃ ২৪ক্ক ১৯.৬০র্৭  উত্তর অক্ষাংশ ৯০ক্ক ১৯.১১র্৭  পূর্ব দ্রাঘিমাংশ। 


ঢাকা হতে ময়মনসিংহগামী বাসে সিডস্টোর বাজারে নেমে সেখান থেকে সিএনজি যোগে ১০.০ কিঃমিঃ ১৫০/- টাকা ভাড়ায় কাদিগড় জাতীয় উদ্যানে যাওয়া যায়।