টাঙ্গাইল বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের অধীন হাঁটুভাঙা বিট কাম চেক স্টেশনের সন্নিকটে চিতেশ্বরী মৌজার ৭৭৬.০ হেঃ গজারী বাগান। এই প্রাকৃতিক বাগানটি একটি সম্ভাবনাময় ইকোট্যুরিজম স্পট। স্পটটির পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীতে নৌকায় করে উক্ত মৌজার খাটিয়ারহাট এলাকায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং ছোট বড় ছেলেমেয়েদের পিকনিক করার দৃশ্য লক্ষ্য করা যায়। হাটুভাঙ্গা বাজার চিতেশ্বরী মৌজা সংলগ্ন। বংশাই নদীর স্রোতে চিতেশ্বরী মৌজার পাড় ভাঙ্গন দেখা যায়। এই স্পটে যাতায়াতের ব্যবস্থা হল, হাটুভাঙ্গা ঘাট, কালিয়াকৈর ও পাথরঘাটা থেকে বংশাই নদীতে নৌকা যোগে খাটিয়ার হাট আসা যায়। শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে যায় ফলে ঢাকা হতে টাঙ্গাইলগামী বাসযোগে গোড়াই স্টপেজে নেমে সিএনজি বেবিটেক্সি যোগে মাত্র ৩.০০কিঃমিঃ দূরে খাটিয়ার হাট।