দুধ পুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারন্যটি চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তে অবস্থিত। এই বন্যপ্রাণী অভয়ারন্যটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন খুরুশিয়া ও দোহাজারী রেঞ্জের অন্তর্গত। রাঙ্গুনিয়া, চন্দনাইশ উপজেলার মধ্যে এই অভয়ারন্যটি অবস্থিত। এটি খুরুশিয়া ও দোহাজারী রেঞ্জের দুধ পুকুরিয়া, শিলছড়ি, ধোপাছড়ি এবং মংলা ফরেষ্ট ব্লকের ৪৭১৬.৫৭ হেক্টর জায়গা নিয়ে গঠিত।
এই অভয়ারন্যের বিশেষ আকর্ষণ হলো পায়ে হেঁটে প্রকৃতি ভ্রমণ, নয়নাভিরাম প্রাকৃতিক ছড়া, বিভিন্ন প্রজাতির পশু-পাখি, আদিবাসী পল্লী, বুনো অর্কিড, শতবর্ষী বিভিন্ন প্রজাতির গাছ, নিবিড় বাঁশ বন, ঘন সবুজ ছায়াঘেরা পাহাড়ি বন, আদিবাসীদের জুম চাষ আর ঘন বেত বাগান।
এই অভয়ারন্যে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম- কাপ্তাই সড়ক দিয়ে উত্তর পূর্ব দিকে চন্দ্রঘোনা লিচুবাগান এবং লিচু বাগান থেকে বান্দরবান রাঙ্গামাটি সড়কে দক্ষিণ দিকে দুধ পুকুরিয়া বাস যোগে সহজে যাতায়াত করা যায়। এই অভয়ারণ্যের চারিদিকে মারমা, তনচঙ্গা এবং বাঙ্গালির ৮টি গ্রাম রয়েছে। মোট পরিবার সংখ্যা ১০০০টি। কিন্তু আদিবাসী পরিবার ধোপাছড়ি, কমলাছড়ি এবং মংলা রেঞ্জ ব্লকে অভয়ারণ্যের ভেতর বসবাস করে।