টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ এর অধীন কালমেঘা বিটের বেলতৈল নামক স্থান কালমেঘা আটিয়া মৌজা একটি অন্যতম সুন্দর ও অপার সম্ভাবনাময় ইকোট্যুরিজম স্পট। স্পটটিতে গোয়ালিয়া নদীর পাশ দিয়ে প্রাকৃতিকভাবে সৃজিত ঘন গজারী বন পরিলক্ষিত হয় এবং বন বিভাগের বেশ কিছু সমতল খালি জায়গা রয়েছে। সেখানে বিনোদনের সুযোগ সুবিধা সম্বলিত পিকনিক ষ্পট স্থাপন করা যায়। শুষ্ক মৌসুমে এখানে ময়মনসিংহ ও টাঙ্গাইল হতে প্রচুর লোক পিকনিক করতে আসে।
ঢাকা হতে ময়মনসিংহগামী বাসে সিডস্টোর বাজার স্টপেজে নেমে সেখান থেকে সিএনজি বেবিটেক্সি যোগে কালমেঘা আটিয়া মৌজায় যাওয়া যায় ।