কাপ্তাই জাতীয় উদ্যান ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। এর সর্বমোট আয়তন ৫৪৬৪.০ হেঃ এখানে বনের প্রকৃতি হল ক্রান্তিময় চিরহরিৎ বন। এটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিয়ন্ত্রনাধীন। জাতীয় উদ্যানটি কাপ্তাই শহর ঘেঁষেই অবস্থিত হওয়ায় এবং এর অপরাপ নৈসিগিক সৌন্দর্য্যরে কারনে প্রতি বছর প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। স্থানীয় জনগন পরিবহন, বিক্রেতা কিংবা রেষ্টুরেন্টের মাধ্যমে এসব পযটকদের সেবা দানকারী পেশায় নিয়োজিত। ইকো ট্যুরিজমের মাধ্যমে এখানে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ রয়েছে। এছাড়া গৌন বনজদ্রব্য আহরন করে স্থানীয় জনগণ এই জাতীয় উদ্যান থেকে সুবিধা ভোগ করে আসছে। জাতীয় উদ্যানের সংলগ্ন থেকে পার্শ্ববর্তি এলাকার জনসংখ্যা প্রায় ৩০০০।
১৮৭৩,১৮৭৮, এবং ১৮৭৯ সালের ঐতিহাসিক, প্রাচীন, সেগুন বাগান এখানকার ঐতিহ্য। এর সাথে সমন্বয় ঘটেছে উপমহাদেশের আধুনিক বন ব্যবস্থাপনার, এসব বন বাগান এতদিনে প্রাকৃতিক বনের রুপ লাভ করেছে এবং বুনো জীব-বৈচিত্রের সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে। এখানকার উল্লেখ যোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে, হরিণ, হাতি, বানর এবং বন বিড়াল।
চট্টগ্রাম শহর থেকে বাসে খুব সহজেই কাপ্তাই পৌঁছানো যায়। কাপ্তাই শহরে প্রবেশের পূর্বেই হাতির ভাস্কর্য সহ প্রবেশদ্বার স্বাগত জানাবে কাপ্তাই জাতীয় উদ্যানে।