চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রাম জেলার লোহাগড়া ও বাঁশখালি উপজেলা এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। এর আয়তন ৭,৭৬৪ হেক্টর। এটি প্রাকৃতিক ভাবেই গর্জন গাছ প্রধান এলাকা। পূর্বে এ অঞ্চলে ঘন গর্জন বন থাকলেও বর্তমানে অল্প কিছু গর্জন গাছ অতীতের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে। এ বনের উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে হাতি অন্যতম, ভাগ্য কিছুটা ভালো হলেই প্রকৃতির মাঝে হাতির দেখা মেলা সম্ভব। বনের মধ্য দিয়ে হেটে যাওয়ার সময় বিভিন্ন বিরল প্রজাতির পাখির মিষ্টি মধুর আওয়াজ আপনার মনে আনবে এক অনাবিল প্রশান্তি।
চট্টগ্রাম শহর থেকে ৭০ কিঃমিঃ দক্ষিণ দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত। সড়ক, রেল বা বিমান পথে চট্টগ্রাম পৌঁছে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে করে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। আর সড়ক পথে ঢাকা থেকে সরাসরি আনুমানিক ৮ ঘন্টা লাগবে।