বন জরিপ ও পরিবীক্ষণ (Forest Survey and Monitoring)
পূর্বে পরিচালিত বন জরিপের সকল নকশা এবং মূল বন খাতের অংশীজনদের সাথে পর্যালোচনা করে এ বারের বৃক্ষ ও বন এবং আর্থসামাজিক জরিপ পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষ ও বন জরিপ পরিচালনা করার জন্য পাঁচটি জোন বিবেচনায় নেয়া হয়েছে, যা শাল, পাহাড়ী, সুন্দরবন, উপকূলীয় এবং গ্রামীন জোনের মাধ্যমে দেখানো হয়েছে। সকল জোনের বৃক্ষ ও বন জরিপের কাজ সম্পন্ন হয়েছে।
Bangladesh Forest Inventory (BFI)
বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ”Strengthening National forest Inventory and Satellite Land Monitoring System in support of REDD+ in Bangladesh” প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হয়েছে। USAID এর আর্থিক সহযোগীতায় ও FAO এর কারিগরি সহযোগীতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
প্রাপ্ত ফলাফল:
বাংলাদেশ বনজসম্পদ সমীক্ষা (BFI) প্রতিবেদন