ইনানী একটি প্রস্তাবিত জাতীয় উদ্যান। এটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত। এর আয়তন ২৯৩৩.৬১ হেঃ। এখানকার বনের প্রকৃতি হলো ক্রান্তিয় চিরহরিৎ বন। এটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধিক্ষেত্রাধীন।
এই সংরক্ষিত বনটি একদা ছিল একটি সমৃদ্ধ চিরহরিৎ প্রাকৃতিক বন, যা বর্তমানে কালের বিবর্তনে মানুষের হস্তক্ষেপে ক্ষয়প্রাপ্ত হয়ে এখন রয়েছে সৃজিত বনের সাথে বিক্ষিপ্ত কিছু প্রাকৃতিক বন। এ বনে ১৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৬৫ প্রজাতির পাখী, ৬ প্রজাতির উভচর এবং ১৫ প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়। এই বনটি মূলতঃ এখানকার অনন্য বৈশিষ্ট সম্পন্ন প্রাকৃতিক বন, দৃষ্টি নন্দন জলপ্রপাত ও মনমোহিনী প্রাকৃতিক সৌন্দর্য্যকে রক্ষা ও ইকো ট্যুরিজম উন্নয়ন কল্পে প্রতিষ্ঠিত। উদ্যানটিতে প্রায় ২০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
ঢাকা হতে সড়ক কিংবা বিমান যোগে কক্সবাজার এবং কক্সবাজার শহর থেকে যে কোন যানবাহনে অতি সহজেই যাওয়া যায়।