শিক্ষা ও প্রশিক্ষণ উইং
বন অধিদপ্তর
বন অধিদপ্তরের দক্ষ মানব সম্পদ তৈরীর জন্য শিক্ষা ও প্রশিক্ষণ উইং কাজ করে যাচ্ছে। শিক্ষা ও প্রশিক্ষণ উইং বন অধিদপ্তরের কর্মকর্তাদের দেশে ও বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া, এ উইং বিভিন্ন বিষয়ে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে। এ উইং এর নিয়ন্ত্রণাধীন ১টি বন একাডেমী, ৩টি ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনষ্টিটিউট ও ১টি বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর মাধ্যমে দেশের অভ্যন্তরে বন কর্মীদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনকল্পে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। শিক্ষা ও প্রশিক্ষণ উইং বিভিন্ন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের চাহিদা মোতাবেক বন অধিদপ্তরের কর্মচারীদেরকে প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে প্রেরণ ও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধন করে, বিদেশ হতে প্রত্যাবর্তনের পর কর্মকর্তাগণ লব্ধ জ্ঞান বিতরণের জন্য রিপোর্ট দাখিল ও বিষয় ভিত্তিক উপস্থাপনা প্রদান করে, দাখিলকৃত রিপোর্ট পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রেরণে সহায়তা করে এবং বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে সাম্প্রতিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করে থাকে।
ফরেস্ট একাডেমি, চট্টগ্রামে সহকারী বন সংরক্ষকদের জন্য বনবিদ্যা বিষয়ে মাস্টার্স-ইন-ফরেষ্ট্রি (IFESCU), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন), বন ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স, রিফ্রেশার্স কোর্স এবং অন্যান্য স্বল্প মেয়াদী কোর্স, ফরেস্ট রেঞ্জারদের জন্য বিএসসি-ইন-ফরেষ্ট্রি (IFESCU), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন), রিফ্রেশার্স কোর্স এবং অন্যান্য স্বল্প মেয়াদী কোর্স ও ফরেস্টারদের জন্য রিফ্রেশার্স কোর্স, বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা প্রয়োগের বিষয়ে স্বল্পকালীন বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়ে থাকে। ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, সিলেট ও রাজশাহীতে ফরেস্টারদের জন্য ০২ বৎসর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি (ইন সার্ভিস) প্রশিক্ষণ, বন প্রহরী, বাগান মালী ও মালীদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নার্সারী উত্তোলন ও বাগান সৃজন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্স এবং বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই এ বন প্রহরীদের জন্য বেসিক লগিং, বন প্রহরী, বাগান মালী ও মালী ও সমপর্যায়ের অন্যান্য চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য স্বল্পকালীন আধুনিক বন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণসহ নানাবিধ প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। প্রতিটি ইনস্টিটিউটে বর্তমানে কম্পিউটার কোর্স প্রর্বতন এবং কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, চট্টগ্রামে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় ০৪ বৎসর (৮টি সেমিস্টার) মেয়াদি ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি কোর্সে প্রতিবৎসর ৫০টি আসনের বিপরীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
বিগত ৪ অর্থবছরে বন অধিদপ্তরের মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ উইং এর কার্যক্রম
(জুলাই ২০২০ হতে জুন ২০২৪ পর্যন্ত)
বিবরণ |
২০২০-২০২১ |
২০২১-২০২২ |
২০২২-২০২৩ |
২০২৩-২০২৪ |
উল্লেখযোগ্য বিষয় |
অভ্যন্তরীণ প্রশিক্ষণ |
৯৯৪ জন |
৮১২ জন |
৪৮২ জন |
১৩২৫ জন |
ই-নথি বিষয়ক প্রশিক্ষণ, বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ, বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং, ফরেনসিক বিষয়ক প্রশিক্ষণ, বন আইন ও বিভিন্ন বিধিমালা, e-GP সিস্টেম, বেসিক জিআইএস ও ম্যাপিং, e-PMIS, Public Procurement Management প্রভৃতি । |
সেমিনার |
- |
- |
১২১ জন |
- |
Climate Change, Bangladesh National Red List of Plants and Management Strategy of Invasive Alien Species (IAS) of Plants in Selected Protected Areas, Drone Technology, Plastic Pollution in Forests and Other Natural Resources: Way Forward প্রভৃতি। |
কর্মশালা |
২০৩ জন |
৪১৮ জন |
৫৯৩ জন |
৮৫১ জন |
Ecological Monitoring of Sundarbans, GHG Inventory, NDF Development on Tiger and Sharks, Reinkyong Reserve Forest Landscape Management Plan, ৪র্থ শিল্প বিপ্লব, Mujib Climate Prosperity Plan প্রভৃতি । |
বৈদেশিক প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনার
|
- |
২৪ জন |
৬8 জন |
৫৯ জন |
Global Shark Conservation, 19th Meeting of the Conference of the Parties (CoP19), Meeting of the APFNet Council, Restoration Impact in Natural Management, Watershed Management, Forest and Landscape Restoration, Sustainably Harnessing Ocean Resources and Economy, UN Biodiversity Conference,Global Biodiversity Framework, General Meeting of SAWEN, Vulture Planning, CITES Big Cats, World One Health Congress, Global Tiger Recovery Program, East Asian-Australasian Flyway Partnership প্রভৃতি। |