খাদিমনগর জাতীয় উদ্যান ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিলেট জেলার সদর উপজেলায় অবস্থিত। এর সর্বমোট আয়তন ৬৭৯.০ হেঃ। এখানকার বনের প্রকৃতি হলো ক্রান্তীয় চিরহরিৎ বন। এ উদ্যানটি সিলেট বন বিভাগের নিয়ন্ত্রনাধীন। এখানকার সংরক্ষিত বনে কোন জনবসতি নেই, তবে নিকটস্থ ফড়িংগুড়া গ্রামে কিছু আদিবাসী (পাত্র সম্প্রদায়) পরিবার দেখা যায়। সূত্রমতে মোট ২২৬১টি পরিবারের প্রায় ১২৫০০টি লোক এ বনের জ্বালানী কাঠ ঔষধি গাচ গাছড়া, বাঁশ ইত্যাদি গৌন বনজদ্রব্যের উপর কম-বেশী নির্ভরশীল। বনটিকে ঘিরে চারপাশে রয়েছে ৬টি চা বাগান।
পূন্যভূমি সিলেট শহরের নিকটবর্তী হওয়ায় এই জাতীয় উদ্যানে পর্যটন সুবিধাদির বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগোর্ষ্ঠি জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। প্রতিমাসে প্রায় ৯০০০ দর্শনার্থী এখানে ভ্রমনে আসেন।
এ উদ্যানে মোট ২১৭ প্রজাতির বৃক্ষ, ২০ প্রজাতির উভচর, অজগর, গোখরাসহ ৯ প্রজাতির সরীসৃপ, বানর, হনুমান, মেছোবাঘ ইত্যাদি সহ প্রজাতির স্তন্যপায়ী এবং ২৮ প্রজাতির বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। প্রাকৃতিকভাবে এ বনে প্রচুর বাঁশ ও বেত জন্মে। ঢাকা হতে সড়ক, রেল কিংবা আকাশ পথে সিলেট এবং সেখান থেকে যে কোন যানবাহনে সহজেই এ জাতীয় উদ্যানে যাওয়া যায়।