Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২৩

সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন

 

 

বন বিভাগ দেশের অবক্ষয়িত বন এবং অব্যবহৃত পতিত সরকারি ভূমিতে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কার্যক্রম পরিচালনা করছে।

 

এ পদ্ধতিতে এ যাবৎ ৪৭৮ কোটি ২০ লক্ষ ৭৩ হাজার ৭৮৭ টাকার লভ্যাংশ ২ লক্ষ ৪২ হাজার ৬৫৯ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। লভ্যাংশের অর্থ উপকারভোগী পরিবারের প্রায় ৭,৬৭,২৬৯ জন সদস্যের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছে। সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে উদ্ধারকৃত বনভূমি এবং সরকারী অব্যবহৃত পতিত জমিকে উৎপাদনমূখী করে ১৯৪৮ কোটি ৬০ লক্ষ ১২ হাজার টাকার গাছ বিক্রী করা হয়েছে। ফলে অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল হবার পাশাপাশি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।