মিঠাপুকুর জাতীয় উদ্যানটি রংপুর বিভাগীয় শহর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মচিরমাড়া রামেশ্বপুর মৌজার শালটি গোপালপুর সার জে এল নং-৮৩, সি.এস দাগ নং-১২.১৯.০২৮ হেক্টর সংরক্ষিত বন এলাকা।
রংপুর মহাসড়ক মিঠাপুকুর হতে পশ্চিমে ৮.০ কিঃ মিঃ মোসলেম বাজার “মিঠাপুকুর জাতীয় উদ্যান” (শালটি গোপালপুর) ৪.০ কিঃ মিঃ উক্ত মহা সড়ক এর শঠিবাড়ী হতে “মিঠাপুকুর জাতীয় উদ্যান” (শালটি গোপালপুর) ৮.০ কিঃ মিঃ। রংপুর শহর হতে দর্শনা, মোসলেম বাজার হতে “মিঠাপুকুর জাতীয় উদ্যান” ২৪.০ কিঃ মিঃ এবং ফুলবাড়ী (দিনাজপুর) হতে মিঠাপুকুর জাতীয় উদ্যান ৪০ কিঃ মিঃ।
এখানে প্রায় ১৫০ বছরের পুরানো শাল গাছ রয়েছে। মাঝে মধ্যে উলডট, কৃষি, বাঁশ ও বেত বাগান সৃজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতীর বন্যপ্রাণী ও পাখি দেখা যায়। জাতীয় উদ্যান ঘোষনার পর শোভা বর্ধনকারী ও ভেষজ উদ্ভিদের বাগান সৃজন কাজ চলিতেছে। বিভাগীয় শহর রংপুর হতে বাসযোগে রংপুর-ঢাকা মহাসড়ক মিঠাপুকুর নেমে সিএনজি/অটো রিক্সা যোগে যাতায়াত করা যায়। তাছাড়া রংপুর হতে ফুলবাড়ী রাস্তায় দর্শনা হয়ে মোসলেম বাজার নেমে ভ্যান/অটো-রিক্সাযোগে মিঠাপুকুর জাতীয় উদ্যানে যাতায়াতের সু-ব্যবস্থা রয়েছে।