সাতছড়ি জাতীয় উদ্যান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানায় অবস্থিত। সাতছড়ি অর্থ ‘সাতটি ছড়া’, যেগুলো বনভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রঘুনন্দন পাহাড় সংরক্ষিত বনের অবশিষ্ট প্রাকৃতিক বনভূমি সংরক্ষনের উদ্দেশ্যে ২০০৫ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন প্রায় ২৪৩ হেক্টর। হাজার বছরের পুরোনো এ বনে দেখা মেলে নানা ধরনের বিরল বন্যপ্রাণীর, বিশেষ করে পাখি-প্রেমীদের জন্য এটি স্বর্গভূমি। এখানে ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে।
দূরত্বঃ ঢাকা থেকে প্রায় ১৩০ কিঃমিঃ উত্তর-পূর্ব দিকে এবং শ্রীমঙ্গল শহর হতে প্রায় ৬০ কিঃমিঃ দক্ষিন-পশ্চিম দিকে অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে সময় লাগে প্রায় ২.৫ - ৩ ঘন্টা। আর শ্রীমঙ্গল হতে যেতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা।