গত ২৭-৩১ মার্চ, ২০২২ বন অধিদপ্তর, আগারগাঁও এ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য Centre for Integrated Mountain Development (ICMOD) Synthetic aperture radar data for measuring and monitoring forest carbon বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঈনুদ্দিন খান, উপ প্রধান বন সংরক্ষক, শিক্ষা ও প্রশিক্ষণ উইং, বন ভবন, আগারগাঁও, ঢাকা, ICMOD এর প্রতিনিধি ও জনাব মোঃ জহির ইকবাল উপ বন সংরক্ষক রিমস্ ইউনিট।