Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডঃ ফারহিনা আহমেদ এর লাউয়াছড়া বনাঞ্চল পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2023-09-26

গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডঃ ফারহিনা আহমেদ লাউয়াছড়া বনাঞ্চল পরিদর্শন করেন। তিনি জানকিছড়া রেসকিউ সেন্টার হতে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বেশ কিছু টিয়া পাখি, একটি মুখ পোড়া হনুমান ও একটি অজগর সাপ প্রকৃতিতে অবমুক্ত করেন। পরবর্তীতে তিনি লংগুর পাড় গ্রামে সুফল প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ড এর টাকায় নির্মিত রাস্তা উদ্বোধন করেন। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আশেদ আলীর উপস্থিতিতে ভিলেজ কনজারভেশন ফোরাম এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক,  বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা; জনাব মোঃ তৌফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা সিলেট বন বিভাগ, সিলেট এবং ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,  সিলেট।