Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২৩

জাতীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2023-07-23

বন ভবন, আগারগাও এ জাতীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী  অনুষ্ঠান উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। 

 প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সকলে বেশি বেশি করে গাছ লাগিয়ে বর্তমান ও ভবিষ্যতের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মানুষের বেচে থাকার জন্য সবুজ আচ্ছাদন বিনির্মাণে প্রতিবছর আয়োজন করা হচ্ছে বৃক্ষমেলা এবং রোপণ করা হচ্ছে কোটি কোটি বৃক্ষ। এবছর রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলা ছাড়াও দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এবছর জাতীয় বৃক্ষমেলা ৫ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চালু থাকে।

এবছরের জাতীয় বৃক্ষুমেলার প্রতিপাদ্য ছিল, "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি"।