REDD+ কৌশল প্রণয়নের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ২০১০ সালের জুলাই মাসে সরকার REDD টেকনিক্যাল কমিটি গঠন করে, প্রধান বন সংরক্ষক এই কমিটির সদস্য সচিব। পরবর্তি বছরে (২০১১) মে মাসে সরকার আন্তঃবিভাগীয় এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে REDD+এবং REDD স্টিয়ারিং কমিটি গঠন করে REDD+ Roadmap প্রণয়নের লক্ষ্যে সামগ্রিক দিক নির্দেশনা প্রদানের জন্য। একই সালের আগস্ট মাসে Roadmap প্রণয়ন কর্মসূচি/ কার্যক্রম বাস্তবায়ন এবং সমন্বয়ের জন্য বন বিভাগে ‘ REDD সেল’ প্রতিষ্ঠা করে। এছাড়া REDD+ ব্যবস্থাপনায় অতিরিক্ত আরো যেসব কাঠামো প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো REDD+ স্টেক হোল্ডার ফোরাম, টেকনিক্যাল ওয়ার্কি গ্রুপ (এমআরভি, কৌশল ও সুরক্ষা)।
REDD+ স্টিয়ারিং কমিটি - Detail
REDD+ টেকনিক্যাল কমিটি - Detail
REDD সেল - Detail